নির্বাচন কমিশনকে সুপ্রিম প্রশ্ন : দাগীরা কেন চিরকাল ভোটে লড়া থেকে বিরত থাকবে না?

দাগী রাজনীতিকদের নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। দাগীদের ভোটে লড়ার ওপর কেন আজীবন নিষেধাজ্ঞা জারি হবে না? নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সর্বোচ্চ আদালত। দাগীদের ভোটে লড়ার অধিকার নিয়ে মামলা চলছে সর্বোচ্চ আদালতে। আদালতের কাছে কমিশন জানায়, রাজনীতিকে অপরাধী মুক্ত করতে চান তাঁরা। কিন্তু, দাগীদের ভোটে লড়ার ওপর আজীবন নিষেধাজ্ঞার পক্ষে নয়। এরপরই তোপের মুখে পড়তে হয় কমিশনকে। সুপ্রিম কোর্ট জানতে চায়, কেন দাগীদের সারাজীবন ভোটের লড়া থেকে বিরত রাখা হবে না? কেন এনিয়ে কমিশনের স্পষ্ট কোনও অবস্থান নেই?

Updated By: Jul 12, 2017, 11:11 PM IST
নির্বাচন কমিশনকে সুপ্রিম প্রশ্ন : দাগীরা কেন চিরকাল ভোটে লড়া থেকে বিরত থাকবে না?

ওয়েব ডেস্ক: দাগী রাজনীতিকদের নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। দাগীদের ভোটে লড়ার ওপর কেন আজীবন নিষেধাজ্ঞা জারি হবে না? নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সর্বোচ্চ আদালত। দাগীদের ভোটে লড়ার অধিকার নিয়ে মামলা চলছে সর্বোচ্চ আদালতে। আদালতের কাছে কমিশন জানায়, রাজনীতিকে অপরাধী মুক্ত করতে চান তাঁরা। কিন্তু, দাগীদের ভোটে লড়ার ওপর আজীবন নিষেধাজ্ঞার পক্ষে নয়। এরপরই তোপের মুখে পড়তে হয় কমিশনকে। সুপ্রিম কোর্ট জানতে চায়, কেন দাগীদের সারাজীবন ভোটের লড়া থেকে বিরত রাখা হবে না? কেন এনিয়ে কমিশনের স্পষ্ট কোনও অবস্থান নেই?

এদিকে, বিহার সচিবালয়ে সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠল তেজস্বী যাদবের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে ইস্তফা না দেওয়ার ইঙ্গিত দেন তেজস্বী। ঘটনার সময় ভালো করে গোঁফই ওঠেনি তার। বয়স ছিল মাত্র তেরো-চোদ্দ বছর, মন্তব্য তেজস্বী যাদবের।  তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসাতেই তাঁকে ফাঁসিয়েছে মোদী-অমিত শাহ। অটুট থাকবে বিহারের মহাজোট, দাবি বিহারের উপমুখ্যমন্ত্রীর। (আরও পড়ুন- জিএসটির ধাক্কায় বাড়ছে ট্রেনের টিকিটের দাম)

.