শবরীমালায় সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার বজায় থাকবে কি? আজ রায় সুপ্রিম কোর্টে

শতাব্দীপ্রাচীন প্রথাকে ভেঙে গত বছর রায় দিয়েছিল শীর্ষ আদালত।

Updated By: Nov 14, 2019, 07:14 AM IST
শবরীমালায় সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার বজায় থাকবে কি? আজ রায় সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদন : অযোধ্যার পর শবরীমালা। সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ মামলার রায় রয়েছে। শবরীমালায় সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার বজায় থাকবে কি?  নজর দেশের শীর্ষ আদালতে।

অযোধ্যার পর আজ আরও এক ঐতিহাসিক রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। সব বয়সের মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন। শতাব্দীপ্রাচীন প্রথাকে ভেঙে গত বছর এই রায় দিয়েছিল শীর্ষ আদালত। কেরল সরকার সেই রায়কে স্বাগতও জানিয়েছিল।

আরও পড়ুন - গত ১৫ মাসের রেকর্ড ভাঙল অক্টোবরের খুচরো মূল্যবৃদ্ধির হার, চিন্তায় কেন্দ্র

যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করে মন্দির পরিচালন কমিটি। তাদের দাবি ছিল শতাব্দীপ্রাচীন প্রথা ও বিশ্বাসে হস্তক্ষেপ করতে পারে না আদালত। সেই মামলার রায় আজ। রায় জানাবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

 

.