শব্দবাজির ওপর সামগ্রিক নিষেধাজ্ঞায় রাজি নয় সুপ্রিম কোর্ট
শব্দবাজির ওপর সামগ্রিক নিষেধাজ্ঞায় রাজি নয় সুপ্রিম কোর্ট। বরং বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রচারের কথা বলল দেশের শীর্ষ আদালত। শব্দবাজি নিয়ে সচেতনতা বাড়াতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিজ্ঞাপনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
ওয়েব ডেস্ক: শব্দবাজির ওপর সামগ্রিক নিষেধাজ্ঞায় রাজি নয় সুপ্রিম কোর্ট। বরং বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রচারের কথা বলল দেশের শীর্ষ আদালত। শব্দবাজি নিয়ে সচেতনতা বাড়াতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিজ্ঞাপনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আগামী ৩১শে অক্টোবর থেকে বিজ্ঞাপনে শব্দবাজির ওপর সচেতনতা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। দিওয়ালিতে শব্দবাজির ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের জন্য ছয় থেকে ১৪ মাস বয়সের তিনজন শিশু জনস্বার্থ মামলা দায়ের করে। শব্দবাজির ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা জারির পক্ষে নয় বলে গতকালই জানিয়েছিল কেন্দ্র। আজ এল সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা। এই রায়ে হতাশ বেশ কিছু সংগঠন।