রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিল সুপ্রিম কোর্ট

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বীকৃতি পেলেন রূপান্তরকামী বা বৃহন্নলারা (transgenders)। এক ঐতিহাসিক রায়ে দেশের শীর্ষ আদালত বৃহন্নলাদের `তৃতীয় লিঙ্গ` ( `third gender`) হিসাবে মর্যাদা দিল।

Updated By: Apr 15, 2014, 02:10 PM IST

রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীর মর্যাদা দেওয়ার পাশাপাশি শিক্ষা ও চাকরিতে এঁদের সংরক্ষণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

রূপান্তরকামীদের সমানাধিকারের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। সমাজে রূপান্তরকামীরা যেভাবে বৈষম্যের শিকার হন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি এ কে সিকরি। শিক্ষা, চাকরি, সমাজে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একজন নারী বা পুরুষের মতো রূপান্তরকামীদেরও সমান অধিকার রয়েছে বলে আজ রায় দিয়েছেন বিচারপতিরা।

কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে শীর্ষ আদালতের নির্দেশ, তৃতীয় লিঙ্গের জন্য কারও গায়ে যাতে দাগ না লাগে তা নিশ্চিত করতে হবে। এ জন্য, মানুষকে সচেতন করার কাজে হাত লাগাতে হবে সরকারকে।

.