আজ থেকে লাগু SBI সেভিং অ্যাকাউন্টের নয়া নিয়ম

Updated By: Oct 1, 2017, 01:36 PM IST
আজ থেকে লাগু SBI সেভিং অ্যাকাউন্টের নয়া নিয়ম

ওয়েব ডেস্ক : SBI সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুখবর। মেট্রো শহরে মান্থলি মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স তো কমছেই। তার ওপর মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে না পারলে যে ফাইন দিতে হয় তার পরিমাণও কমে যাচ্ছে। মেট্রো শহরে এখন থেকে মাসে ৫০০০-এর বদলে গড়ে ন্যূনতম ৩০০০ টাকা জমা রাখতে হবে। মিনিমাম ব্যালেন্স না রাখতে পারলে এতদিন ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চার্জ কাটা হত, এখন তা কমে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত করা হচ্ছে।

আরবান, সেমি-আরবান ও রুরাল শাখার ক্ষেত্রে ন্যূনতম জমার পরিমাণ আগের মতোই ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা থাকছে। তবে এক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্স না থাকলে ফাইনের অঙ্ক অনেকটাই কমছে। পেনশন অ্যাকাউন্ট ও সামাজিক সুরক্ষা খাতে টাকা পাওয়ার জন্য চালু অ্যাকাউন্টেও এখন থেকে আর মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যতা থাকছে না।

অ্যাকাউন্ট বন্ধ করার সময় নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এতদিন যে ৫০০ টাকা চার্জ লাগত তাও বহু ক্ষেত্রে তুলে দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ বা অ্যাকাউন্ট খোলার ১ বছর পর তা বন্ধ করা হলে কোনও চার্জ লাগবে না। ১ অক্টোবর থেকেই সারা দেশে চালু হচ্ছে নতুন নিয়ম।

আরও পড়ুন, স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করছে SBI

.