"উত্সব সামাজিক বার্তা দেয়," দশেরায় রাবণ দহন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

Updated By: Sep 30, 2017, 08:50 PM IST
"উত্সব সামাজিক বার্তা দেয়," দশেরায় রাবণ দহন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: দশেরায় দিল্লির লালকেল্লায় রাবণ দহন অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। প্রতীকী তির ধনুক নিয়ে রাবণ দহনের সূচনা করেন মোদী। ময়দানে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

প্রধানমন্ত্রী বলেন,"উত্সব সামাজিক বার্তা দেয়। হাজার হাজার বছর পরেও রামের কাহিনি সমাজকে নতুন শিক্ষা দেয়।"তিনি আরও বলেন, "দশেরা শুধু বিনোদনের জন্য নয়। উত্সবকে মানুষের কাজে লাগাতে হবে।" রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, "প্রভু রামের জীবনের আদর্শ আজ মানবতার জন্য দরকারি হয়ে উঠেছে।"

দিল্লির রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে সামিল হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জন আব্রহাম। দুজনেই তির হাতে নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। 

এদিন দেশজুড়ে রাবণ দহনের মাধ্যমে পালিত হয়েছে দশেরা। 

আরও পড়ুন, প্রধানমন্ত্রী যাওয়ার আগে ভেঙে পড়ল রাবণের কুশপুত্তলিকা

.