চণ্ডীগড়ে ২৭টি সম্পূর্ণ মহিলা চালিত শাখার উদ্বোধন করল এসবিআই

চণ্ডীগড়ে একসঙ্গে ২৭টি মহিলা চালিত শাখার উদ্বোধন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শনিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য চণ্ডীগড় সেক্টর ১৭-এ ব্যাঙ্কের উত্তর ভারতের প্রধান কার্যালয়ে মহিলা চালিত ব্যাঙ্কের উদ্বোধন করেন।

Updated By: Dec 8, 2013, 09:43 AM IST

চণ্ডীগড়ে একসঙ্গে ২৭টি মহিলা চালিত শাখার উদ্বোধন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শনিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য চণ্ডীগড় সেক্টর ১৭-এ ব্যাঙ্কের উত্তর ভারতের প্রধান কার্যালয়ে মহিলা চালিত ব্যাঙ্কের উদ্বোধন করেন।

উত্তর ভারতের চারটি রাজ্য-জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় স্টেট ব্যাঙ্কের শাখাগুলি নিয়ন্ত্রন করা হবে চণ্ডীগড়ে ব্যাঙ্কের হেড অফিস থেকে। স্টেট ব্যাঙ্ক থেকে আনুষ্ঠানিক ঘোষনায় জানানো হয়, অন্তত পক্ষে যাতে চারটি রাজ্যের প্রতিটি জেলা থেকেই যাতে মহিলা চালিত শাখার সুবিধা ভোগ করা যায়। ব্যাঙ্কের কর্মীদের উদ্দেশে অরুন্ধতী বলেন, আশা করা হচ্ছে এই কর্মসূচির দ্বারা ভবিষ্যতে স্টেট অফ ইন্ডিয়া নতুন উচ্চতায় পৌঁছতে পারবে।

.