এক মাসে দু’বার, ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমালো SBI

 ১ অগস্ট সব মেয়াদের আমানতে ৫ থেকে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানো হয়। এবারে আরও এক বার সুদ কমানোয় এসবিআই যুক্তি দিয়েছে নগদ ঘাটতি ও অন্যান্য সুদের হার কমায় এই সিদ্ধান্ত

Updated By: Aug 23, 2019, 04:09 PM IST
এক মাসে দু’বার, ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমালো SBI
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সব ধরনের স্থায়ী আমানতে ফের সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এ নিয়ে গত চার সপ্তাহে দু’বার সুদ কমানোর পদক্ষেপ করল দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক। এসবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, সব মেয়াদের আমানতের উপর ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হচ্ছে। এই নয়া সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২৬ অগস্ট থেকে।

উল্লেখ্য ১ অগস্ট সব মেয়াদের আমানতে ৫ থেকে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানো হয়। এবারে আরও এক বার সুদ কমানোয় এসবিআই যুক্তি দিয়েছে নগদ ঘাটতি ও অন্যান্য সুদের হার কমায় এই সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্ক চলতি মাসে ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমায়।

আরও পড়ুন- নিয়ন্ত্রণরেখায় গুলি পাক সেনার, শহিদ ভারতীয় জওয়ান

সুদের হার কমানোর পর কোন আমানতে কত সুদ মিলবে দেখে নিন এক নজরে....

**২ কোটি টাকা পর্যন্ত আমানতে--

১) ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত- ৪.৫০ শতাংশ

২) ৪০ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত- ৫.৫০ শতাংশ

৩) ১৮০ দিন থেকে ২১০ দিন- ৬ শতাংশ

৪) ২১১ দিন থেকে এক বছরের কম- ৬ শতাংশ

** এক থেকে ৩ বছরে আমানতে—

১) এক বছর থেকে ২ বছরের কম- ৬.৭০ শতাংশ

২) ২ বছর থেকে ৩ বছরের কম- ৬.৫০ শতাংশ

** ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত--

১) ৩ বছর থেকে ৫ বছরের কম- ৬.২৫ শতাংশ

২) ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.২৫ শতাংশ 

.