সারদাকাণ্ডে ওড়িশা ও মুম্বই জুড়ে ৫৬টি জায়গায় তল্লাসি চালাচ্ছে সিবিআই
ওয়েব ডেস্ক:
সারদাকাণ্ডে ওড়িশা ও মুম্বই জুড়ে ৫৬টি জায়গায় তল্লাসি চালাচ্ছে সিবিআই। তল্লাসি চালাচ্ছেন কলকাতা ও ওড়িশার সিবিআই আধিকারিকেরা। ভুবনেশ্বরের উনপঞ্চাশটি জায়গায় তল্লাসি চালাচ্ছে সিবিআই । একইসঙ্গে তল্লাসি চলছে ভদ্রকের একটি , বালেশ্বরের দুটি এবং বেরহামপুরের দুটি জায়গায়।
ওড়িশার বাঁকি কেন্দ্রের বিজেডি বিধায়ক প্রভাত ত্রিপাঠী, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আশীর্বাদ বেহেরা, ওড়িশার একটি সংবাদপত্রের মালিক বিকাশ সোয়েন ও ওই সংবাদপত্রের সিএমডি প্রদীপ শেঠীর বাড়িতেও তল্লাসি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা।
তল্লাসি চলছে ওড়িশার যুব কংগ্রেস নেতা সম্বিত কুটিয়ার বাড়িতেও। সিবিআইয়ের টিম তল্লাসি চালাচ্ছে মুম্বইয়ের দুটি জায়গায়। দুদিন আগেই এরাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় সারদাকাণ্ডে তল্লাসি চালান সিবিআইঅফিসারেরা। সেই তল্লাসি থেকে পাওয়া সূত্র ধরেই আজ ওড়িশায় সিবিআইয়ের এই হানা বলে মনে করা হচ্ছে।
সারদা গোষ্ঠীর পাশাপাশি ওড়িশায় অর্থ-তথ্য চিট ফান্ড সংস্থার একাধিক কর্তার বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। তল্লাসির জন্য গতকালই কলকাতা থেকে ওড়িশায় পৌছেছিল সিবিআইয়ের একটি দল।