ওড়িশা- ত্রিপুরা রাজি, রাজ্য নারাজ সিবিআই তদন্তে। আজও সারদায় রায় দিল না সুপ্রিম কোর্ট
ওড়িশা, অসম, ত্রিপুরা রাজি হলেও সারদা মামলায় সিবিআই তদন্তে সায় নেই এ রাজ্যের। আজ সুপ্রিম কোর্টে ফের একথা জানিয়ে দিলেন রাজ্যের আইনজীবী। তাঁর আর্জি, পশ্চিমবঙ্গে সারদা মামলায় তদন্তভার থাকুক সিটের হাতেই। ওড়িশার চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হলেও আজ কোনও রায় ঘোষণা করেনি শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
ওড়িশা, অসম, ত্রিপুরা রাজি হলেও সারদা মামলায় সিবিআই তদন্তে সায় নেই এ রাজ্যের। আজ সুপ্রিম কোর্টে ফের একথা জানিয়ে দিলেন রাজ্যের আইনজীবী। তাঁর আর্জি, পশ্চিমবঙ্গে সারদা মামলায় তদন্তভার থাকুক সিটের হাতেই। ওড়িশার চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হলেও আজ কোনও রায় ঘোষণা করেনি শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
তবে, বিচারপতি সি নাগাপ্পন এবং বিচারপতি টিএস ঠাকুরের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এরপর লিখিতভাবে নিজেদের মত জানাতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকার। সারদা কেলেঙ্কারির তদন্ত সিবিআইয়ের হাতে যায় কিনা তা জানতে আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে।ওই বেঞ্চেই পশ্চিমবঙ্গের আবেদনকারীদের মামলার শুনানি শেষ হয়েছে গত ষোলোই এপ্রিল। সেদিনই বিচারপতিরা জানিয়েছিলেন, ওড়িশার মামলার শুনানি শেষ হওয়ার পরই তাঁরা সারদা মামলার রায় দেবেন।