নির্বাচনী লড়াই থেকে সন্ন্যাস নিতে চান শরদ পাওয়ার
২০১৪-য় লোকসভা ভোটের আগে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন এনসিপি প্রধান তথা কেন্দ্রীর কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। তিনি আর ভোটে লড়তে চান না বলে জানিয়েছেন প্রবীণ এই রাজনীতিক।
২০১৪-য় লোকসভা ভোটের আগে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন এনসিপি প্রধান তথা কেন্দ্রীর কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। তিনি আর ভোটে লড়তে চান না বলে জানিয়েছেন প্রবীণ এই রাজনীতিক।
প্রধানমন্ত্রী পদের প্রত্যাশীও তিনি নন বলে দাবি শরদ পাওয়ারের। ইদানিং বিভিন্ন মহল থেকে এনসিপি এবং জোটসঙ্গী কংগ্রেসের মতবিরোধের কথা শোনা যাচ্ছিল। যদিও যাবতীয় বিতর্কে দল ঢেলে এনসিপি প্রধান জানিয়ে দিয়েছেন, কেন্দ্রে এবং মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গেই জোটে থাকতে চায় তাঁর দল। দু`দলের সম্পর্কে কোনওরকম ফাটলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। ২০০৯-য়ের লোকসভা নির্বাচনের আগেও ভোটে না লড়ার কথা ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার। নিজের লোকসভা আসনে তিনি মেয়ে সুপ্রিয়া সুলেকে প্রার্থী করেন। তবে সেবার একেবারে শেষমুহুর্তে নিজের মত বদলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন শরদ পাওয়ার।