শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার

বুধবার আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজন। জানিয়েছেন, যোগ দেওয়ার চেষ্টা করবেন। 

Updated By: May 30, 2018, 01:10 PM IST
শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার

নিজস্ব প্রতিবেদন: শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে আমন্ত্রণ পেলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আরএসএস-এর সমাবর্তনে প্রণব মুখোপাধ্যায়ের যোগদানের সিদ্ধান্ত বিতর্কে ইন্ধন জোগাল এই খবর। 

স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে মিশিগান হ্রদের পারেই ফের বিশ্ব হিন্দু সম্মেলন আয়োজন করেতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ-সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। সেই সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ বেঠিক ঠেকছে অনেকেরই। 

ভুল করে কমে গেছে তেলের দাম, জানিয়ে ভর দুপুরে ফের দামি হল পেট্রোল - ডিজেল

বুধবার আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজন। জানিয়েছেন, যোগ দেওয়ার চেষ্টা করবেন। তবে গোল বেঁধেছে অন্য জায়গায়, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে রাজনের বহু সিদ্ধান্তই ছিল আরএসএস-এর নাপসন্দ। বলে রাখি, ২০১৬ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে অবসরের পর বর্তমানে ইউনিভার্সিটি অফ শিকাগোতেই অধ্যাপনা করছেন রঘুরাম রাজন।  

.