মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে সম্পথ

মুখ্য নির্বাচন কমিশনার পদে আজ দায়িত্ব নিলেন ভীরাভলি সুন্দরম সম্পথ। দেশের অষ্টাদশ মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। ৬২ বছর বয়স্ক ভি এস সম্পথ ১৯৭৩ ব্যাচের আইএএস অফিসার। তাঁরই তত্ত্বাবধানে আগামী ২০১৪ লোকসভা নির্বাচন সম্পন্ন হবে।

Updated By: Jun 11, 2012, 02:29 PM IST

মুখ্য নির্বাচন কমিশনার পদে আজ দায়িত্ব নিলেন ভীরাভলি সুন্দরম সম্পথ। দেশের অষ্টাদশ মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। ৬২ বছর বয়স্ক ভি এস সম্পথ ১৯৭৩ ব্যাচের আইএএস অফিসার। তাঁরই তত্ত্বাবধানে আগামী ২০১৪ লোকসভা নির্বাচন সম্পন্ন হবে।
বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশির সহযোগী হিসেবে নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হওয়ার আগে কেন্দ্রে বিদ্যুত্‍ সচিব ছিলেন ভি এস সম্পথ। গতকালই মুখ্য নির্বাচন কমিশনার পদে শেষ হয়েছে ওয়াই এস কুরেশির কার্যকালের মেয়াদ। প্রসঙ্গত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিজেপি-সহ বিরোধী দলগুলির তরফে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান পদ্ধতি বদলের দাবি তুলেছে। কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্তে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান পদ্ধতি বদলে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) নিয়োগ প্যানেলের ধাঁচে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি প্যানেল গঠনের দাবি তুলেছেন, নীতিন গডকড়ি, সুষমা স্বরাজ, অরুণ জেটলিরা। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেত্রীকে নিয়ে গঠিত প্যানেল সিভিসি নিয়োগের দায়িত্বে থাকার ফলে বিষয়টিতে তুলনামূলকভাবে স্বচ্ছতা বজায় থাকে বলে দাবি প্রধান বিরোধী দলের।

.