ধূমপান ছেড়ে দেবেন সলমন, দাবি ভাইজান-এর ‘জেলসঙ্গী’ আসারাম বাপুর

বিরল প্রজাতির হরিণ মারার মামলায় জামিনে মুক্তি পেলেন সলমন খান। টানা ২ দিন ‌যোধপুর সেন্ট্রাল জেলে থাকার পর শনিবার বিকালেই তিনি জামিনে মুক্তি পান। এদিন তাঁর বিশেষ বিমানে মুম্বই ফিরে ‌যাওয়ার কথা।

Updated By: Apr 7, 2018, 07:36 PM IST
ধূমপান ছেড়ে দেবেন সলমন, দাবি ভাইজান-এর ‘জেলসঙ্গী’ আসারাম বাপুর

নিজস্ব প্রতিবেদন: বিরল প্রজাতির হরিণ মারার মামলায় জামিনে মুক্তি পেলেন সলমন খান। টানা ২ দিন ‌যোধপুর সেন্ট্রাল জেলে থাকার পর শনিবার বিকালেই তিনি জামিনে মুক্তি পান। এদিন তাঁর বিশেষ বিমানে মুম্বই ফিরে ‌যাওয়ার কথা।

এদিকে, সলমন সম্পর্কে গুরুত্বপূর্ণ দাবি করলেন স্বঘোষিত গড়ম্যান আসারাম বাপু। শনিবার তাঁকে একটি ধর্ষণের মামলায় ‌শুনানিতে যোধপুর আদালতে আনা হয়। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, তার প্রভাবে ধূমপান ছেড়ে দেবেন সলমন। শুধু তাই নয় কফি পান করাও কম করে দেবেন ভাইজান। উল্লেখ্য, ‌যোধপুর সেন্ট্রাল জেলে আসারামের ওয়ার্ডেই বন্দি ছিলেন সলমন।

আরও পড়ুন- এসপি-র সামনেই মনোনয়ন জমা দিচ্ছে মাওবাদীরা, অভিযোগ অনুব্রতর; পাল্টা মুকুলেরও 

উল্লেখ্য, ৯ বছরের এক শিশুকে ‌ধর্ষণের মামলায় বর্তমানে ‌যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন আসরাম বাপু। শনিবার সেই মামলার শুনানিতে ‌যোধপুর আদালত জানিয়ে দেয় আগামী ২৫ এপ্রিল আসারামের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।

.