ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এঁদের মাইনে কত?

মানুষ চাকরি কেন করে? এর নানান উত্তর হতে পারে। কিন্তু অন্যতম উত্তরটা হল টাকা রোজগারের জন্য। তা আমাদের দেশের প্রশাসন ও বিচার বিভাগের মাথায় যেসব হোমরা চোমরা মানুষেরা রয়েছেন তারও তো চাকরিই করেন। মানে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি এনারা যখন চাকরি করেন, তখন মাইনেও পান নিশ্চই। কিন্তু কত টাকা? সেটাই এবার জানাব আপনাকে, টাকার অঙ্কগুলো কিন্তু প্রতি মাসের হিসাবে। আর মাইনে ছাড়াও বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ সুবিধা তো আছেই। তাহলে দেখে নিন এঁদের বেতনের বহর-

Updated By: Jun 18, 2016, 04:22 PM IST
ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এঁদের মাইনে কত?

ওয়েব ডেস্ক: মানুষ চাকরি কেন করে? এর নানান উত্তর হতে পারে। কিন্তু অন্যতম উত্তরটা হল টাকা রোজগারের জন্য। তা আমাদের দেশের প্রশাসন ও বিচার বিভাগের মাথায় যেসব হোমরা চোমরা মানুষেরা রয়েছেন তারও তো চাকরিই করেন। মানে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি এনারা যখন চাকরি করেন, তখন মাইনেও পান নিশ্চই। কিন্তু কত টাকা? সেটাই এবার জানাব আপনাকে, টাকার অঙ্কগুলো কিন্তু প্রতি মাসের হিসাবে। আর মাইনে ছাড়াও বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ সুবিধা তো আছেই। তাহলে দেখে নিন এঁদের বেতনের বহর-

রাষ্ট্রপতি- ভারতের রাষ্ট্রপতির বেতন ১,৫০,০০০ টাকা।  আরেকটাও ব্যাপার আছে, তা হল, PSU ও স্বশাসিত সংস্থা বাদে আন্য যেকোনও সরকারি কর্মীর 'বেসিক স্যালারি' রাষ্ট্রপতির বেশী হওয়া চলবে না।

প্রধানমন্ত্রী- দেশের প্রধানমন্ত্রীর মাইনে ১,৪০,০০০ টাকা।

উপরাষ্ট্রপতি- ভারতের উপরাষ্ট্রপতির বেতন ১,২৫,০০০ টাকা।

প্রধান বিচারপতি- দেশের  প্রধান বিচারপতির বেতন-১,০০,০০০ টাকা।

রাজ্যপাল- দেশের রাজ্যপালদের মাইনে মাসে ১,১২,০০০টাকা।

.