কাশ্মীর নিয়ে আফ্রিদির বিতর্কিত টুইটের পাল্টা দিলেন সচিন, কোহলিরা
শাহিদ আফ্রিদির টুইটের প্রতিবাদের সরব ক্রিকেটমহল।
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির বিতর্কিত টুইটের পাল্টা দিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বলেন, ''দেশ চালাতে সক্ষম আমরা। আমরা কী করব, কী করা উচিত, সেটা নিয়ে বলার অধিকার নেই বহিরাগতদের।''
We have got capable people to manage & run our country. No outsider needs to know or tell us what we need to do: Sachin Tendulkar on #ShahidAfridi pic.twitter.com/m89ACfPVEn
— ANI (@ANI) April 4, 2018
শাহিদ আফ্রিদির সঙ্গে ভাল সম্পর্ক বিরাট কোহলির। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সাহায্য করেছিলেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ''সবসময়ই আমি দেশের পাশে রয়েছি। যা আমার দেশের বিরোধিতা করে, তার সমর্থন কখনই করব না।''
As an Indian you want to express what is best for your nation & my interests are always for the benefit of our nation. If anything opposes it, I would never support it for sure: Virat Kohli on #ShahidAfridi (1/2) pic.twitter.com/EWUKQwlXec
— ANI (@ANI) April 4, 2018
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ''কে আফ্রিদি? এই ধরনের লোকেদের বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।''
Who is he? Why are we giving importance to him? We should not be giving importance to certain people: Kapil Dev, on #ShahidAfridi's tweet. pic.twitter.com/Cc4FdzxEx7
— ANI (@ANI) April 4, 2018
সুরেশ রায়নার কথায়, ''কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তা চিরকাল থাকবে। স্বর্গের ভূমি কাশ্মীরে আমার ঠাকুরদা জন্মেছিলেন। আমি আশা করি, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ও ছায়াযুদ্ধ বন্ধের জন্য পাক সেনাকে পরামর্শ দেবেন আফ্রিদি।''
Kashmir is an integral part of India and will remain so always. Kashmir is the pious land where my forefathers were born. I hope @SAfridiOfficial bhai asks Pakistan Army to stop terrorism and proxy war in our Kashmir. We want peace, not bloodshed and violence.
— Suresh Raina (@ImRaina) April 4, 2018
তবে সেরা খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি টুইটারে লিখেছেন, আফ্রিদির অভিধানে UN মানে আন্ডার নাইন্টিন। ওটাই ওর বয়স। নো বলে আউট হওয়ার আনন্দ উজ্জাপন করছেন আফ্রিদি।''
Media called me for reaction on @SAfridiOfficial tweet on OUR Kashmir & @UN. What’s there to say? Afridi is only looking for @UN which in his retarded dictionary means “UNDER NINTEEN” his age bracket. Media can relax, @SAfridiOfficial is celebrating a dismissal off a no- ball!!!
— Gautam Gambhir (@GautamGambhir) April 3, 2018
মঙ্গলবার টুইটারে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে শাহিদ আফ্রিদি লেখেন,''ভারত অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর পরিস্থিতি। স্বাধীনতার জন্য নিরীহদের কণ্ঠস্বর রোধ করতে হত্যা করা হচ্ছে। অবাক হচ্ছি, কোথায় রাষ্ট্র? কেন তারা এই রক্তের বন্যা থামাচ্ছে না?''
Appalling and worrisome situation ongoing in the Indian Occupied Kashmir.Innocents being shot down by oppressive regime to clamp voice of self determination & independence. Wonder where is the @UN & other int bodies & why aren't they making efforts to stop this bloodshed?
— Shahid Afridi (@SAfridiOfficial) April 3, 2018
রাষ্ট্রসঙ্ঘে ভারত একাধিকবার জানিয়েছে, পাকিস্তানের মদতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা ঢোকে ভারতীয় ভূখণ্ডে। এমনকি সীমান্তের ওপারে জঙ্গিদের আতিথেয়তার সবরকম ব্যবস্থাও করে রেখেছে ইসলামবাদ। কাশ্মীরে অশান্তির জন্যেও তারা দায়ী।