লিপুলেখ রুট দিয়ে প্রথম ৫৮ যাত্রী শুরু করলেন মানস সরোবর যাত্রা
২০০৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এস জয়শঙ্কর। ডোকলাম ইস্যু নিয়ে তৈরি ভারত-চিন সীমান্ত সমস্যা মোকাবিলায় জয়শঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদেশ সচিব হিসাবে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম দফায় ৫৮ জন যাত্রী নিয়ে এই মরসুমে প্রথম শুরু হল মানস সরোবর যাত্রা। মঙ্গলবার, এই যাত্রা সূচনা করেন নয়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির জওহরলাল নেহরু ভবনে মানস সরোবরের যাত্রা উদ্বোধন করে বলেন, ভারত-চিন সম্পর্ক মজবুত করবে মানুষে- মানুষের আন্তরিকতা আদান-প্রদানে। মানস সরোবর যাত্রাকে ‘কূটনৈতিক স্তরে’ তুলে ধরতে চাইছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
২০০৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এস জয়শঙ্কর। ডোকলাম ইস্যু নিয়ে তৈরি ভারত-চিন সীমান্ত সমস্যা মোকাবিলায় জয়শঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদেশ সচিব হিসাবে। বিদেশ মন্ত্রকে র দায়িত্ব পেয়ে মানস সরবোর যাত্রাকে ভারত-পাকিস্তান সম্পর্কে সেতু হিসাবে তুলে ধরছেন তিনি। এই যাত্রার জন্য চিনকেও ধন্যবাদ জানান জয়শঙ্কর।
Flagged off the first batch of 58 Yatris, as they set off to Kailash Manasarovar. Wishing the pilgrims a safe and spiritually-fulfilling journey! It is beyond what you can imagine! #KMY2019 pic.twitter.com/yVw0uPwYG4
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 11, 2019
২০১২ সালে তাঁর মানস সরোবর যাত্রা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন এস জয়শঙ্কর। তাঁর কথায়, “পূর্ণার্থীরা আমাদের ভাবনা-চিন্তার বাইরে। তাদের আধ্মাত্যিক সফর নিরাপদে হোক।” দুটি রুটে মানস সরোবর যাত্রা হবে। এক, লিপুলেখ পাস, উত্তরাখণ্ড। দুই, নাথু লা পাস, সিকিম। চলতি বছরে লিপুলেখ দিয়ে প্রতি ১৮টি ব্যাচের ৬০ জন যাত্রী রয়েছেন। অন্যদিকে নাথু লা পাস দিয়ে যাবেন প্রতি ১০ ব্যাচে ৫০ জন পুণার্থী। আজ লুপলেখ রুটের যাত্রার সূচনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।