টাকার দামে রেকর্ড পতন

কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে টাকার বিপর্যয় অব্যাহত। সোমবার বাজার বন্ধের সময় প্রতি ডলারের নিরিখে টাকা দাম দাঁড়াল ৫৫টাকা ৩ পয়সায়। যা একটি সর্বকালীন রেকর্ড।

Updated By: May 21, 2012, 08:27 PM IST

কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে টাকার বিপর্যয় অব্যাহত। সোমবার বাজার বন্ধের সময় প্রতি ডলারের নিরিখে টাকা দাম দাঁড়াল ৫৫টাকা ৩ পয়সায়। যা একটি সর্বকালীন রেকর্ড।
সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই মুম্বইয়ে ইন্টার ব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জ বা আন্তর্ব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময়ের বাজারে টাকার দাম এক ঝটকায় পড়ে যায়। তখন টাকার দাম ছিল ডলার পিছু ৫৪ টাকা ৭০ পয়সা। বিশেষজ্ঞ মহলের মতে, রাষ্ট্রায়ত্ত তেল আমদানিকারী সংস্থাগুলির কাছে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়াই টাকার পতনের মূল কারণ। কারণ, একই সঙ্গে বিদেশি মুদ্রা বিনিময়কারী ব্যাঙ্কগুলির কাছেও ডলারের চাহিদা বেড়ে যায়। বিদেশি মুদ্রা বিনিময়কারী ব্যাঙ্কগুলির থেকেই তেল আমদানিকারী সংস্থাগুলিকে টাকার বিনিময়ে ডলার দিয়ে থাকে। এই পরিস্থিতিতে ডলারের প্রবল চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি বিনিময় বাজার। তাই টাকার দাম পড়ে যায় অনেকটাই। টাকার দাম ব্যাপক পড়ে যাওয়ায় দেশে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়ে যাওয়ার এবং দ্রব্যমূল্যবৃদ্দির আশঙ্কা করছে বিভিন্ন আর্থিক সংস্থা ও ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে টাকার অবমূল্যায়ন ঠেকাতে দ্রুত রিজার্ভ বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

.