ট্যাঁকশাল থেকে পাটনা যাওয়ার পথে উল্টে গেল টাকা বোঝাই কন্টেনার

ট্যাঁকশাল থেকে পাটনা যাওয়ার পথে উল্টে গেল টাকা বোঝাই কন্টেনার। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে গোবিন্দধাম এলাকার ৬০নং জাতীয় সড়কের ওপর। শালবনির ট্যাঁকশাল থেকে টাকাবোঝাই কন্টেনার রওনা হয় পাটনার উদ্দেশে। জাতীয় সড়কে ওপর একটি গাড়িকে পাস কাটাতে গিয়ে উল্টে যায় সেটি। তড়িঘড়ি এলাকা ঘিরে ফেলেন CISF জওয়ানরা। মোতায়েন হয় রাজ্য পুলিসও। ক্রেন এনে বেশকিছুক্ষণের চেষ্টার পরও তোলা যায়নি কন্টেনারটি। শেষপর্যন্ত ট্রেলার থেকে আলাদা করে অন্য কন্টেনার এনে টাকা সরিয়ে নেওয়া হয়। পুরো সময়টা কন্টেনারটিকে ঘিরে রাখেন সশস্ত্র cisf-র সশস্ত্র বাহিনী। মোতায়েন ছিল রাজ্য পুলিস।

Updated By: Dec 11, 2016, 08:34 PM IST
ট্যাঁকশাল থেকে পাটনা যাওয়ার পথে উল্টে গেল টাকা বোঝাই কন্টেনার

ওয়েব ডেস্ক: ট্যাঁকশাল থেকে পাটনা যাওয়ার পথে উল্টে গেল টাকা বোঝাই কন্টেনার। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে গোবিন্দধাম এলাকার ৬০নং জাতীয় সড়কের ওপর। শালবনির ট্যাঁকশাল থেকে টাকাবোঝাই কন্টেনার রওনা হয় পাটনার উদ্দেশে। জাতীয় সড়কে ওপর একটি গাড়িকে পাস কাটাতে গিয়ে উল্টে যায় সেটি। তড়িঘড়ি এলাকা ঘিরে ফেলেন CISF জওয়ানরা। মোতায়েন হয় রাজ্য পুলিসও। ক্রেন এনে বেশকিছুক্ষণের চেষ্টার পরও তোলা যায়নি কন্টেনারটি। শেষপর্যন্ত ট্রেলার থেকে আলাদা করে অন্য কন্টেনার এনে টাকা সরিয়ে নেওয়া হয়। পুরো সময়টা কন্টেনারটিকে ঘিরে রাখেন সশস্ত্র cisf-র সশস্ত্র বাহিনী। মোতায়েন ছিল রাজ্য পুলিস।

আরও পড়ুন রোজ মাছ খেলে কী হল জানেন?

আরও পড়ুন বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? টিকিট কাটেননি? তাহলে বাজেটটা বেশি করুন!

.