আরও নিচে নামল টাকা, বাড়ল সোনা, বাড়ছে রেলের পণ্যমাসুল
আরও নেমে গেল টাকার দাম। বুধবার বাজার খোলার পরই ডলারের নিরিখে টাকার দাম নেমে গিয়ে দাঁড়ায় ৬৮.৭৫-এ। গত ১৮ বছরের মধ্যে এত বড় পতন এই প্রথম। আরও দামি হল সোনা, মদ। সোনার দাম বেড়ে দাঁড়াল ৩৪ হাজারে। টাকার রেকর্ড পতন ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির মধ্যেই ফের পণ্য মাসুল বাড়ানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।
আরও নেমে গেল টাকার দাম। বুধবার বাজার খোলার পরই ডলারের নিরিখে টাকার দাম নেমে গিয়ে দাঁড়ায় ৬৮.৭৫-এ। গত ১৮ বছরের মধ্যে এত বড় পতন এই প্রথম। আরও দামি হল সোনা, মদ। সোনার দাম বেড়ে দাঁড়াল ৩৪ হাজার ৩২৫। টাকার রেকর্ড পতন ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির মধ্যেই ফের পণ্য মাসুল বাড়ানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।
আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লাগু হবে বর্ধিত মাসুল। গতকাল একথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি। যদিও যাত্রীভাড়া বাড়ানোর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন রেলপ্রতিমন্ত্রী।