আরএসএসের নিশানায় JNU, পাঞ্চজন্যর দাবি, 'JNU দেশ বিরোধীদের আড্ডা'
বার আরএসএসের নিশানায় জেএনইউ। আরএসএস মুখপত্র পাঞ্চজন্যর দাবি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দেশ বিরোধীদের আড্ডা।
Updated By: Nov 3, 2015, 12:07 PM IST
ওয়েব ডেস্ক: বার আরএসএসের নিশানায় জেএনইউ। আরএসএস মুখপত্র পাঞ্চজন্যর দাবি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দেশ বিরোধীদের আড্ডা।
জেএনইউকে নিশানা করতে গিয়ে নেহরুর প্রসঙ্গও টেনেছেন নিবন্ধটির লেখক। তাঁর অভিযোগ, নিজের সমাজতান্ত্রিক চিন্তার প্রতিফলন উচ্চশিক্ষার কেন্দ্রগুলিতে দেখতে চেয়েছিলেন নেহরু। আর তা করতে গিয়েই জেএনইউতে দেশ বিরোধী ঐতিহ্যের জন্ম হয়েছে। অসহিষ্ণুতা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছে। তাতে সামিল বামপন্থীরাও। মনে করা হচ্ছে সেকারণেই দিল্লিতে বাম ও অতি বাম রাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত জেএনইউকে নিশানা করল আরএসএস।
আরএসএস মুখপত্র পাঞ্চজন্যর এমন দাবিকে ভাল চোখে দেখছেন না শিক্ষাবিদরা।