সংবিধান বদলের ষড়যন্ত্র করছে আরএসএস : রাহুল গান্ধী
ওয়েব ডেস্ক: সংবিধান বদলের ষড়যন্ত্র করছে আরএসএস। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে। দিল্লিতে বিরোধী জোটের সম্মেলনে তোপ দাগলেন রাহুল গান্ধী। জেডিইউ-এর বিক্ষুব্ধ সাংসদ শরদ যাদবের রাজনৈতিক সম্মেলনে আজ যোগ দেন ১৮ টি বিরোধী দলের প্রতিনিধি। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। হেভিওয়েটের সেই ভিড়ে দঙ্গল মেজাজে শুরু করলেন কংগ্রেস সহ সভাপতি। তবে রাহুলকে জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। কংগ্রেস সহ সভাপতিকে জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
সোনিয়া গান্ধীর নেতৃত্বে জোট বেঁধেছে ১৮ টি বিরোধী দল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যে রাজ্যে মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে বিরোধী জোটকে। সে অর্থে দেখতে গেলে, শরদ যাদবের সম্মেলনই হয়ে দাঁড়াল বিরোধী জোটের প্রথম রাজনৈতিক কর্মসূচি। যার পূর্ণ সদ্ব্যবহার করলেন রাহুল।
মোদী-অমিত শাহের বিজয়রথ রুখতে এখনও সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিরোধী জোট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে বিরোধীদের এই সম্মেলন অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এই প্রথম শাসক শিবির থেকে কোনও পরিচিত মুখকে ভাঙিয়ে আনতে পারল বিরোধীরা। আনুষ্ঠানিকভাবে জেডিইউ না ছাড়লেও বিদ্রোহের ঘণ্টা বাজিয়ে দিলেন শরদ যাদব।