গরীব মানুষের পেট ভরাতে ডাব্বা ওয়ালারা বানালেন 'রোটি ব্যাঙ্ক'

লাঞ্চ আওয়ারে দু লাখ মানুষের মুখে হাসি আগেই ফুটিয়েছিলেন। এবার মুম্বইয়ের গবির মানুষের পেট ভরাতে উদ্যোগী ডাব্বা ওয়ালারা। অনুষ্ঠান বাড়ির বাড়তি খাবার নিয়ে তাঁরা তৈরি করেছেন 'রোটি ব্যাঙ্ক'।

Updated By: Jan 1, 2016, 04:11 PM IST
গরীব মানুষের পেট ভরাতে ডাব্বা ওয়ালারা বানালেন 'রোটি ব্যাঙ্ক'

ওয়েব ডেস্ক: লাঞ্চ আওয়ারে দু লাখ মানুষের মুখে হাসি আগেই ফুটিয়েছিলেন। এবার মুম্বইয়ের গবির মানুষের পেট ভরাতে উদ্যোগী ডাব্বা ওয়ালারা। অনুষ্ঠান বাড়ির বাড়তি খাবার নিয়ে তাঁরা তৈরি করেছেন 'রোটি ব্যাঙ্ক'।

সাইকেলে চেপে লাখ লাখ টিফিন বক্স পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের টিফিন পৌঁছে দেওয়ার মেকানিজম অবাক করে দিয়েছে দুনিয়ার তাবড় ম্যানেজমেন্ট গুরুদেরও। কাজের মাঝে ব্যস্ত মানুষদের পছন্দ মতো খাবার পৌঁছে দেওয়াতো ছিলই। এবার মুম্বইয়ের গবির মানুষদের মুখে খাবার পৌঁছতে উদ্যোগী হয়েছেন ডাব্বাওয়ালারা। বিয়েবাড়ি বা কোনও পার্টিতে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে গবিরদের কাছে পৌছে দিচ্ছেন তাঁরা।

কেটারার বা পার্টি অর্গানাইজাররা যাতে তাঁদের সঙ্গে যোগযোগ করতে পারেন সে জন্য হেল্প লাইনও চালু করেছেন ডাব্বাওয়ালারা। টিফিন টাইমে লাখ মানুষের খিদে মেটাচ্ছে তাঁরা। এবার দেখার মুম্বইয়ের গরিব মানুষের মুখে কতটা হাসি ফোটাতে পারেন ।

 

.