আজ থেকেই দিল্লিতে শুরু জোড়-বিজোড় গাড়ির ফর্মূলা

অপেক্ষা শেষ। আজ নববর্ষের দিন থেকেই দিল্লিতে চালু হল, জোড়-বিজোড় গাড়ির নতুন ফর্মূলা। দিল্লির দূষণ ঠেকাতে এই পথই এখন বড় ভরসা কেজরিওয়াল অ্যান্ড কোম্পানির কাছে। সরকার আশাবাদী, কমবে দূষণের মাত্রা। তবে কতটা তৈরি দিল্লিবাসী? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিকল্পনার ফাঁকফোকড় নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ। নিয়ম অনুযায়ী, যে সব গাড়ির নম্বর শেষ হচ্ছে এক, তিন, পাঁচ, সাতের মতো বিজোড় নম্বরে, তা দিল্লিতে পথে নামতে পারবে শুধু বিজোড় সংখ্যার দিনে। ঠিক তেমনই, জোড় সংখ্যায় শেষ হচ্ছে যে সমস্ত গাড়ির নম্বর, তা পথে চলতে পারবে জোড় সংখ্যার দিনে। আপাতত পনেরই জানুয়ারি পর্যন্ত ট্রায়াল বেসিসে চলবে এই জোড়-বিজোড় স্কিম। সোম থেকে শনি, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে বিধিনিষেধ। নিয়ম ভাঙলেই, দিতে হবে জরিমানা।

Updated By: Jan 1, 2016, 01:14 PM IST
আজ থেকেই দিল্লিতে শুরু জোড়-বিজোড় গাড়ির ফর্মূলা

ওয়েব ডেস্ক: অপেক্ষা শেষ। আজ নববর্ষের দিন থেকেই দিল্লিতে চালু হল, জোড়-বিজোড় গাড়ির নতুন ফর্মূলা। দিল্লির দূষণ ঠেকাতে এই পথই এখন বড় ভরসা কেজরিওয়াল অ্যান্ড কোম্পানির কাছে। সরকার আশাবাদী, কমবে দূষণের মাত্রা। তবে কতটা তৈরি দিল্লিবাসী? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিকল্পনার ফাঁকফোকড় নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ। নিয়ম অনুযায়ী, যে সব গাড়ির নম্বর শেষ হচ্ছে এক, তিন, পাঁচ, সাতের মতো বিজোড় নম্বরে, তা দিল্লিতে পথে নামতে পারবে শুধু বিজোড় সংখ্যার দিনে। ঠিক তেমনই, জোড় সংখ্যায় শেষ হচ্ছে যে সমস্ত গাড়ির নম্বর, তা পথে চলতে পারবে জোড় সংখ্যার দিনে। আপাতত পনেরই জানুয়ারি পর্যন্ত ট্রায়াল বেসিসে চলবে এই জোড়-বিজোড় স্কিম। সোম থেকে শনি, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে বিধিনিষেধ। নিয়ম ভাঙলেই, দিতে হবে জরিমানা।

.