পাঁচ বিশ্বসুন্দরীর পর অবশেষে দেশ পেল ''বিশ্ব সুন্দর পুরুষ''

ভারত এখন আর শুধু বিশ্বসুন্দরীদের নয়, বিশ্বসুন্দরেরও দেশ। দীর্ঘ অপেক্ষার পর ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর খেতাব জিতলেন এক ভারতীয়। নাম রোহিত খান্ডেলওয়াল। হায়দরাবাদের ছেলে। টেলিভিশন জগতে পরিচিত নাম। ''প্যায়ার তু নে কেয়া কিয়া'' থেকে ''এমটিবি বিগ এফ'', ''ইয়ে হ্যায় আশিকি''। বিভিন্ন সময় তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছে। শুধু প্রথম ভারতীয় নয়, প্রথম এশিয় হিসেবে ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর তকমা পেলেন রোহিত।

Updated By: Jul 20, 2016, 02:22 PM IST
পাঁচ বিশ্বসুন্দরীর পর অবশেষে দেশ পেল ''বিশ্ব সুন্দর পুরুষ''

ওয়েব ডেস্ক: ভারত এখন আর শুধু বিশ্বসুন্দরীদের নয়, বিশ্বসুন্দরেরও দেশ। দীর্ঘ অপেক্ষার পর ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর খেতাব জিতলেন এক ভারতীয়। নাম রোহিত খান্ডেলওয়াল। হায়দরাবাদের ছেলে। টেলিভিশন জগতে পরিচিত নাম। ''প্যায়ার তু নে কেয়া কিয়া'' থেকে ''এমটিবি বিগ এফ'', ''ইয়ে হ্যায় আশিকি''। বিভিন্ন সময় তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছে। শুধু প্রথম ভারতীয় নয়, প্রথম এশিয় হিসেবে ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর তকমা পেলেন রোহিত।

আরও পড়ুন-যে কারণে অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়

গতকাল রাতে গ্রেট ব্রিটেনের সাউথপোর্টের দ্য প্রমেনেডের ফ্লোরাল হলে প্রথম ভারতীয় হিসেবে মিস্টার ওয়ার্ল্ড হলেন রোহিত খান্ডেলওয়াল। বিজয়ী হিসেবে রোহিত জিতেছেন ৫০ হাজার মার্কিন ডলারের আর্থিক পুরস্কার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ লক্ষ টাকা)। বিভিন্ন দেশের মোট ৪৬ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের মিস্টার ওয়ার্ল্ড-এর আসর। রোহিতের ব্যক্তিত্ব, সুন্দর উত্তর, স্মার্টনেসের কাছে ফিকে পড়ে যান বাকিরা। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে মিস্টার পুয়ের্তো রিকো, থার্ড মেক্সিকোর প্রতিযোগী। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রোহিতের স্যুট ডিজাইন করেছিলেন কুতুর ডিজাইনার নিবেদিতা সাবু।


রোহিত বললেন, তিনি ভাবেননি একেবারে সবার সেরা হবেন। এ ক মাস তিনি অনেক পরিশ্রম করেছেন বলেও জানালেন ‘মিস্টার ওয়ার্ল্ড’। তবে সবচেয়ে মনে রাখার মত কথাটা রোহিত বললেন একেবারে শেষে। বললেন, সুন্দর হওয়া আসলে শরীর, মুখে নয় মনে।
 
রীতা ফারিয়া, ঐশ্বর্য রাই, ডায়না হেডেন, যুক্তামুখি,প্রিয়াঙ্কা চোপড়া। মিস ওয়ার্ল্ড-এর খেতাব এর আগে জিতেছিলেন এই পাঁচ ভারতীয়। অবশেষে মিস্টার ওয়ার্ল্ডও খেতাব এল ভারতে।

১৯৯৬ সাল থেকে হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতা। প্রথমবার খেতাব জেতেন বেলজিয়ামের টম নেইন্স।

 

.