কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে জয় হয়েছে প্রিয়াঙ্কারও, দাবি Robert Vadra-র

প্রধানমন্ত্রীর ঘোষণার পর আক্রমণ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা গান্ধী। 

Updated By: Nov 20, 2021, 09:15 PM IST
কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে জয় হয়েছে প্রিয়াঙ্কারও, দাবি Robert Vadra-র

নিজস্ব প্রতিবেদন: তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কৃতিত্ব নিজের স্ত্রীকে দিলেন রবার্ট বঢরা। 

সংবাদ সংস্থা এএনআই-কে বঢরা বলেন,''এটা কৃষকদের জয়। একইসঙ্গে আমার স্ত্রীয়েরও। আমি জানি ওঁ কতটা খেটেছে। দিনরাত্রি এক করে কৃষকদের জন্য কাজ করেছে।'' তিনি নিজেও কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন বলে দাবি করলেন বঢরার। গতবছর নভেম্বর থেকে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। বঢরা জানান,''যতবারই সেই রাস্তায় গাড়ি চালিয়ে গিয়েছি, কৃষকরা ছুটে এসেছেন। তাঁরা ভেবেছিলেন, কেউ অন্তত তাঁদের কথা শোনার জন্য রয়েছে। তাঁদের ক্ষতে প্রলেপ দিতে পারবে।''           

বঢরা মনে করিয়ে দেন,''রাহুল এবং প্রিয়াঙ্কা-সহ কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে। এটা ওদের জয়। সরকারকে বিশ্বাস করেন না বলে কৃষকদের আন্দোলনস্থল ছাড়তে বারণ করেছেন টিকায়েতজি।''               

প্রধানমন্ত্রীর ঘোষণার পর আক্রমণ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে হারের ভয়ে এই সিদ্ধান্ত। প্রিয়াঙ্কা বলেন,''৩৫০ দিনের বেশি লড়াইয়ে শহিদ হয়েছে ছশো কৃষক। নরেন্দ্র মোদীর মন্ত্রী কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেছে। অথচ কোনও ভ্রুক্ষেপ ছিল না আপনার। আপনার দলের নেতারা কৃষকদের সন্ত্রাসী, দেশদ্রোহী, গুন্ডা, দুষ্কৃতী আখ্যা দিয়েছে। এমনকি আপনি নিজেও তাঁদের আন্দোলনজীবী বলেছিলেন। রড দিয়ে মারা হয়েছে তাঁদের। গ্রেফতার করা হয়েছে।''                 

আরও পড়ুন- হিন্দুদের ভাগ করে দিচ্ছে BJP, লোকসভায় ৩ আসন পাবে, অডিয়ো ক্লিপে বিস্ফোরক Saumitra!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.