লালুর কিডনির ৭৫ শতাংশই অকেজো! চিকিত্সককে চাপ দিতেই বেরিয়ে এল আসল তথ্য

লালু প্রসাদের  চিন্তা বাড়িয়ে দিয়েছে সিবিআই। গত ১১ ডিসেম্বর ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানিতে কেন্দ্রীয় তদন্তসংস্থা জানিয়েছে, আরজেডি নেতার স্বাস্থ্য ভালো রয়েছে। তাঁকে জেলে ফেরত আনা উচিত

Updated By: Dec 20, 2020, 10:20 PM IST
লালুর কিডনির ৭৫ শতাংশই অকেজো! চিকিত্সককে চাপ দিতেই বেরিয়ে এল আসল তথ্য

নিজস্ব প্রতিবেদন: লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav) ভালো রয়েছেন। ঝাড়খণ্ড কারা দফতরের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের প্রাণ সংশয় হতে পারে এমনে কোনও অসুখ তাঁর নেই।

এখানেই উঠছে প্রশ্ন। তাহলে কিছুদিন আগেই রাঁচির যে RIMS হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানকার এক চিকিত্সক কী ভাবে বললেন, মাত্র ২৫ শতাংশ কাজ করছে লালুর কিডনি? উমেশ যাদব নামে ওই চিকিত্সককে শো কজ নোটিস ধরিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah

RIMS হাসপাতালের তরফে ডিরেক্টর কামেশ্বর প্রসাদ জানিয়ে দিয়েছেন, লালু প্রসাদ যাদবের স্বাস্থ্য সম্পর্কে মেডিক্যাল বোর্ড যা বলবে সেটাই সঠিক বলে মনে করতে হবে। উমেশ প্রসাদের মন্তব্য 'বিভ্রান্তিকর'।

লালুর স্বাস্থ্য সম্পর্কে ডা উমেশ যাদবের ওই মন্তব্য নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের দাবি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুবিধে পাইয়ে দিতেই তার স্বাস্থ্য সম্পর্কে আশঙ্কাজনক মন্তব্য করেছিলেন উমেশ। ডা উমেশের দাবি, লালুর স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্য তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করেননি। যা প্রাকশিত হয়েছে তা অসমর্থিত সূত্রের খবর।

আরও পড়ুন-Stop Bullying:আমেরিকাকে চিন

অন্যদিকে, লালু প্রসাদের  চিন্তা বাড়িয়ে দিয়েছে সিবিআই। গত ১১ ডিসেম্বর ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানিতে কেন্দ্রীয় তদন্তসংস্থা জানিয়েছে, আরজেডি নেতার স্বাস্থ্য ভালো রয়েছে। তাঁকে জেলে ফেরত আনা উচিত।

.