উত্তরাখণ্ডে বন্যা বিধ্বস্ত অঞ্চলে এখনও আটক ছ হাজার মানুষ

প্রকৃতির রুদ্রতেজ কিছুটা শান্ত হওয়ায় উদ্ধারকাজে এখন গতি পেল উত্তরাখণ্ডে। তবে বন্যা বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় এখন দেখা দিয়েছে মহামারীর আশঙ্কা। কেদারনাথে অবশেষে শুরু হয়েছে গণ-অন্ত্যেষ্টি। সরকারি হিসাব অনুসারে এখনও উত্তরাখণ্ডের বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলাকায় ছ`হাজার মানুষ আটকে রয়েছেন। শুধুমাত্র হার্সিল ও বদ্রীনাথেই আটকে রয়েছেন সাড়ে তিন হাজার জন।

Updated By: Jun 27, 2013, 12:00 PM IST

প্রকৃতির রুদ্রতেজ কিছুটা শান্ত হওয়ায় উদ্ধারকাজে এখন গতি পেল উত্তরাখণ্ডে। তবে বন্যা বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় এখন দেখা দিয়েছে মহামারীর আশঙ্কা। কেদারনাথে অবশেষে শুরু হয়েছে গণ-অন্ত্যেষ্টি। সরকারি হিসাব অনুসারে এখনও উত্তরাখণ্ডের বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলকায় ছ`হাজার মানুষ আটকে রয়েছেন। শুধুমাত্র হার্সিল ও বদ্রীনাথেই আটকে রয়েছেন সাড়ে তিন হাজার জন।
সরকারি হিসেব অনুসারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশ বাইশ। খোঁজ মিলছে না অন্তত সাড়ে তিনশো জনের। এ পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ডিজাসটার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া ভাল থাকলে শুক্রবারের মধ্যেই  শেষ হবে গণ অন্ত্যেষ্টি।

.