শীঘ্রই প্রকাশ হতে চলেছে ধর্মভিত্তিক আদম সুমারির ডেটা

ধর্মভিত্তিক আদমসুমারির ডেটা আর কিছুদিনের মধ্যেই জনসমক্ষে প্রকাশিত হবে। ২০১১ সালে ইউপিএ সরকারের আমলে এই সেনসাস ডেটা তৈরি হয়ে গেলেও এতদিন তা প্রকাশিত করা হয়নি।

Updated By: Jan 21, 2015, 05:08 PM IST
 শীঘ্রই প্রকাশ হতে চলেছে ধর্মভিত্তিক আদম সুমারির ডেটা
Photo courtesy: blog.theotherhome.com

নয়া দিল্লি: ধর্মভিত্তিক আদমসুমারির ডেটা আর কিছুদিনের মধ্যেই জনসমক্ষে প্রকাশিত হবে। ২০১১ সালে ইউপিএ সরকারের আমলে এই সেনসাস ডেটা তৈরি হয়ে গেলেও এতদিন তা প্রকাশিত করা হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ডেটাকে অনুমোদন করেছে। পাবলিক ডোমেইনে শীঘ্র এই ডেটা প্রকাশিত হবে।

এই ডেটা ব্যক্তির ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ রেজিস্টার জেনারাল ও সেনসাস কমিশনারের অফিস ধর্মভিত্তিক এই আদমসুমারি করেছে।

সূত্রে খবর, এই ডেটা ২০১১ সাল অবধি ধর্মভিত্তিক আদমসুমারি নির্ভর। গত বছর এই ডেটা প্রকাশের কথা থাকলেও ইউপিএ সরকার তা সর্বসমক্ষে প্রকাশ করতে চায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন তিন বছরের মধ্যে এই ডেটা প্রকাশ করার কথা। ডেটা প্রকাশের প্রকৃত সময়সীমা এই বছর অতিক্রান্ত।

২০০৪ সালে শেষবার ধর্মভিত্তিক আদমসুমারির রিপোর্ট প্রকাশ করা হয়েছিল।

 

.