এই সরকার রাম ভক্তদের, মন্তব্য নীতিন গড়করির

রাজনৈতিক বিতর্ককে আরও কয়েকগুণ বাড়িয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ঘোষণা করলেন ''আমাদের সরকার রাম ভক্তদের।''  

Updated By: Jan 21, 2015, 03:02 PM IST
 এই সরকার রাম ভক্তদের, মন্তব্য নীতিন গড়করির

ফইজাবাদ: রাজনৈতিক বিতর্ককে আরও কয়েকগুণ বাড়িয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ঘোষণা করলেন ''আমাদের সরকার রাম ভক্তদের।''  

মঙ্গলবার উত্তর প্রদেশের অযোধ্যাতে গড়করি মন্তব্য করেন ''অযোধ্যা থেকে চিত্রকূট পর্যন্ত এই সরকার রামভক্তদের, যারা জয় শ্রী রাম নাম নিয়ে ভজন করেন তাঁদের।''

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী অযোধ্যাতে ''রাম-জানকি মার্গ'' নামের একটি সড়ক প্রকল্প ঘোষণা করেন। এই রাস্তাটি অযোধ্যাকে নেপালে জনকপুরের সঙ্গে সংযোগ করবে।

এই জনকপুরকে সীতার জন্মস্থান বলে মনে করা হয়। এই প্রকল্পের জন্য খরচ হবে ২ হাজার কোটি টাকা।

আরএসএস এবং কিছু কিছু বিজেপি নেতাদের হিন্দুপন্থী মন্তব্যের জেড়ে বর্তমানে বেশ বিপাকে মোদী সরকার। প্রধানমন্ত্রী নিজে সচেতন ভাবে বিজেপির হিন্দুত্ববাদী ভাবমূর্তি থেকে তাঁর সরকারকে সরিয়ে রাখতে চাইছেন। এই সময় কেন্দ্রী সড়ক-পরিবহণ মন্ত্রীর এই ধরণের মন্তব্য তাঁকে আরও কিছুটা ব্যাকফুটে পাঠিয়ে দিল।

 

.