২৭১ কোটি টাকা লোকসান করল জিও
Updated By: Oct 13, 2017, 07:40 PM IST
ওয়েব ডেস্ক: টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে রিলায়্যান্স। গ্রাহকদের দিয়েছে বিপুল অফার। তবে লাভের মুখ দেখতে পারল না মুকেশ অম্বানির সংস্থা। জিও-র প্রথম ত্রৈমাসিকে (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) লোকসান হল ২৭০.৫৯ কোটি টাকা।
জিও লোকসান করলেও মুকেশ অম্বানির মূল সংস্থা রিলায়্যান্স লাভের মুখ দেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের মোট লাভ হয়েছে ৮,০৯৭ কোটি টাকা।
রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রির আওতাধীন কোম্পানি রিলায়্যান্স জিও ইনফোকম লিমিটেড। গতবছরের সেপ্টেম্বর থেকে সংস্থার পথ চলা শুরু। সংস্থার আয় হয়েছিল ৬,১৪৭ কোটি টাকা। কর ছাড়া লাভ হয়েছিল ১,৪৪৩ কোটি। জিও-র দাবি, সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক সংস্থা প্রায় ১৪ কোটি।
আরও পড়ুন,