উত্তর প্রদেশে মাদ্রাসার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল যোগী সরকার
ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশের মাদ্রাসাগুলি নিয়ে নয়া নির্দেশিকা। সে রাজ্যের সমস্ত মাদ্রাসার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথের সরকার। শুক্রবার থেকেই কার্যকর হল ওই নির্দেশিকা। এজন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
Uttar Pradesh govt launched a web portal today for registration of all madrasas in the state, registration has been made mandatory frm today
— ANI UP (@ANINewsUP) August 18, 2017
উত্তর প্রদেশের মন্ত্রী এলএন সিংয়ের কথায়,"মাদ্রাসা শিক্ষার উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে।"
Humne yeh madarson mein shiksha mein sudhar ke liye kiya hai: LN Singh, UP Min on making registration of all madrasas mandatory pic.twitter.com/FcPDcs3mbh
— ANI UP (@ANINewsUP) August 18, 2017
স্বাধীনতা দিবসে সে রাজ্যের সমস্ত মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশ দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। বেশ কয়েকটি মাদ্রাসা ওই নির্দেশিকা অনুসরণ করেনি বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বরেলির জেলাশাসক। সেদিকে ইঙ্গিত দিয়ে এদিন উত্তর প্রদেশের এল এন সিং বলেন, "স্বাধীনতা দিবসে যারা জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সংগীত গায় না, তাদের মধ্যে জাতীয়তাবোধের অভাব রয়েছে। ব্যবস্থা নেওয়া হলে অন্যায় নয়।''
Ppl who don't respect national flag&sing national anthem on 15 Aug lack sense of nationalism&action tkn against them justified: UP Minister pic.twitter.com/vK38suv5PB
— ANI UP (@ANINewsUP) August 18, 2017