দিল্লিতে আজ রেকর্ড শীত, হরিয়ানায় পারদ নামল শূন্যর নিচে

হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। হরিয়ানার হিসারে তাপমাত্রা নেমে গিয়েছে শূন্য ডিগ্রি। শীতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। একই পরিস্থিতি পঞ্জাব, উত্তরপ্রদেশেও। ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল, বিমান ও সড়ক পরিবহণে। আজ মরসুমের শীতলতম দিন কাটল রাজধানী শহর।

Updated By: Dec 30, 2013, 09:55 PM IST

হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। হরিয়ানার হিসারে তাপমাত্রা নেমে গিয়েছে শূন্য ডিগ্রি। শীতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। একই পরিস্থিতি পঞ্জাব, উত্তরপ্রদেশেও। ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল, বিমান ও সড়ক পরিবহণে। আজ মরসুমের শীতলতম দিন কাটল রাজধানী শহর।

কাশ্মীর নয়। এই ছবি হরিয়ানার হিসারের। জম্মু-কাশ্মীর থেকে বয়ে আসা হিমশীতল হাওয়ায় তাপমাত্রা নেমে গেছে শূন্য ডিগ্রিতে। যার জেরে শিশির জমে পরিণত হয়েছে বরফে।

শুধু হরিয়ানা নয়। কাঁপছে গোটা উত্তর ভারত। শীতে বিপর্যস্ত কানপুরের জনজীবন।

মোরাদাবাদেও বিনা নোটিসে বনধ ডেকেছে শীত।

একইপরিস্থিতি উত্তরপ্রদেশের বরেলিতে। রাজনৈতিক উত্তাপ চাপা পড়ে গিয়েছে শীতের তীব্র কামড়ে।

কাঁপছে পঞ্জাব। আদমপুরে তাপমাত্রা নেমে গেছে ২.৪ ডিগ্রিতে। যা এই মরসুমে সর্বনিম্ন। লুধিয়ানা, চণ্ডিগড়, অম্বালার মতো শহরগুলিতেও জবুথবু অবস্থা। বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন।

একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই সাদা সাদরে মুখ ঢাকছে গোটা উত্তর ভারত। বেলা পর্যন্ত যার প্রভাব থাকছে। কুয়াশার প্রভাব পড়েছে রেল, সড়ক ও অসামরিক বিমান পরিবহণে।

.