“BJP-র আমলে বেলাইন রেল”, কটাক্ষ লালুর
“BJP-র আমলে বেলাইন হয়েছে রেল মন্ত্রক।” ২০১৬-র রেল বাজেটকে এভাবেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করলেন লালু প্রসাদ যাদব।
ওয়েব ডেস্ক : “BJP-র আমলে বেলাইন হয়েছে রেল মন্ত্রক।” ২০১৬-র রেল বাজেটকে এভাবেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করলেন লালু প্রসাদ যাদব।
বাজেট দিশাহীন। বাজেট নিয়ে একসুরে বিরোধীদের বক্তব্য এটাই। তবে, সরকার পক্ষ অবশ্য বাজেটকে উন্নয়নমুখী বলেই ব্যাখ্যা করেছে।
একঝলকে দেখে নেব কে কী বললেন-
রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী- দূরদর্শিতাসম্পন্ন বাজেট। এই বাজেটে রেলের পরিকাঠামোগত উন্নয়নের দিশা দেখানো হয়েছে।
ভেঙ্কাইয়া নাইডু, সংসদ বিষয়ক মন্ত্রী- নানাভাবে রেলকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হয়েছে।
পবন কুমার বনসল, প্রাক্তন রেলমন্ত্রী- এই বাজেটে নতুন কিছু নেই, এক বায়োটয়লেট ছাড়া। তবে সেটাও কতদূর সাফল্য পাবে বলা মুশকিল।
শশী থারুর, কংগ্রেস নেতা- এটা আদৌ কোনও বাজেটই নয়।
লালু প্রসাদ যাদব, প্রাক্তন রেলমন্ত্রী- রেল মন্ত্রকই বেলাইন হয়ে গেছে।