ষোলতম রাশিয়া-ভারত সামিটে ১৬টি চুক্তি সাক্ষর করল দুই দেশ

ষোলতম রাশিয়া-ভারত সামিটে প্রতিরক্ষা,পারমানবিক শক্তি সহ মোট ১৬ টি গুরুত্বপূর্ণক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করল দুই দেশ। গতকাল ক্রেমলিনে একান্ত  বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। প্রতিরক্ষাক্ষেত্রে ভারতে রাশিয়ান প্রযুক্তির কামভ 226 হেলিকপ্টার নির্মাণের বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।   চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী দিনে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এই বন্ধুত্ব। সন্ত্রাসের বিরুদ্ধে দুদেশই একসঙ্গে লড়াই করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রতিবছর দুদেশের মধ্যে দুটি করে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। একটি বৈঠক হবে রাশিয়ায়, অন্যটি ভারতে। ভারতে বিনিয়োগের জন্যেও সে দেশের শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Updated By: Dec 25, 2015, 09:19 AM IST
ষোলতম রাশিয়া-ভারত সামিটে ১৬টি চুক্তি সাক্ষর করল দুই দেশ
Photo courtesy: Twitter

ওয়েব ডেস্ক: ষোলতম রাশিয়া-ভারত সামিটে প্রতিরক্ষা,পারমানবিক শক্তি সহ মোট ১৬ টি গুরুত্বপূর্ণক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করল দুই দেশ। গতকাল ক্রেমলিনে একান্ত  বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। প্রতিরক্ষাক্ষেত্রে ভারতে রাশিয়ান প্রযুক্তির কামভ 226 হেলিকপ্টার নির্মাণের বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।   চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী দিনে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এই বন্ধুত্ব। সন্ত্রাসের বিরুদ্ধে দুদেশই একসঙ্গে লড়াই করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রতিবছর দুদেশের মধ্যে দুটি করে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। একটি বৈঠক হবে রাশিয়ায়, অন্যটি ভারতে। ভারতে বিনিয়োগের জন্যেও সে দেশের শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

.