জয়সলমীরের কাছে বেলাইন রানিক্ষেত এক্সপ্রেসের ১০টি কামরা

ফের লাইনচ্যুত ট্রেন। রাজস্থানের জয়সলমীরের কাছে বেলাইন রানিক্ষেত এক্সপ্রেসের ১০টি কামরা। রাত ১১টার কিছু পরে দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

Updated By: Jan 21, 2017, 09:41 AM IST
জয়সলমীরের কাছে বেলাইন রানিক্ষেত এক্সপ্রেসের ১০টি কামরা

ওয়েব ডেস্ক : ফের লাইনচ্যুত ট্রেন। রাজস্থানের জয়সলমীরের কাছে বেলাইন রানিক্ষেত এক্সপ্রেসের ১০টি কামরা। রাত ১১টার কিছু পরে দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

গত তিন মাসে পরপর ৩ টি ট্রেন বেলাইন হল। ২০ নভেম্বর  কানপুরে বেলাইন হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি কামরা। শতাধিক যাত্রীর মৃত্যু হয়। এক মাস পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশের কানপুরেই। রুরা স্টেশনের কাছে লাইনচ্যুত আপ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসের ১৫টি কামরা। ৫০-এর বেশি যাত্রী জখম হন।

আরও পড়ুন, অনলাইন লেনদেনে এবার বিশেষ ছাড়ের পরিকল্পনা RBI-এর!

এপ্রিল ফুলেই দামি হচ্ছে রেল টিকিট, মোবাইল বিল, রেস্তরাঁয় ডিনার

.