BJP: সস্তায় পেট্রোল চাইলে আফগানিস্তান চলে যাও, মেজাজ হারালেন বিজেপি নেতা
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলছেন অথচ বিজেপি নেতা ও তাঁর অনুগামীদের কারও মুখেই মাস্ক নেই।
নিজস্ব প্রতিবেদন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় মেজাজ সপ্তমে চড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামরতন পায়াল (Ramratan Payal)। তিনি বলেন, 'তালিবানের কাছে চলে যান। আফগানিস্তানে ৫০ টাকা লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে।'
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় কাটনি জেলার বিজেপি সভাপতি রামরতনকে (Ramratan Payal) বলতে শোনা যাচ্ছে,'তালিবানের কাছে চলে যাও। আফগানিস্তানে লিটার পিছু ৫০ টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে। ওখানে তো তেল নেওয়ার লোক নেই। তোমরা চলে যাও। ভারতে অন্তত আমরা নিরাপদে আছি। করোনা দ্বিতীয় ঢেউ কেটে যাওয়ার পর তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে দেশ। এখন এই সব প্রশ্ন করছেন?'
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলছেন অথচ বিজেপি নেতা ও তাঁর অনুগামীদের কারও মুখেই মাস্ক নেই। উল্টে সাংবাদিকদের তিনি বলেন, 'আপনারা দায়িত্ববান সাংবাদিক। দেশজুড়ে কী পরিস্থিতি চলছে তা বুঝতে পারছেন? দেখছেন না কীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন মোদীজি। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন।'
তবে আফগানিস্তানে যাওয়ার নিদান এই প্রথম রামরতন দেননি। দিন কয়েক আগে বিহারের বিজেপি নেতা হরিভূষণ ঠাকুর বলেছিলেন, 'যাঁরা ভারতে থাকতে ভয় পাচ্ছেন, তাঁরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চলে যান। পেট্রোল ও ডিজেল সস্তায় পাবেন। ওখানে গেলে এ দেশের মূল্য বুঝতে শিখবেন।'
আরও পড়ুুন- Afghanistan: তালিবানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত? স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী