ওয়েব ডেস্ক: বিচারের কাঠগড়ায় গুরু। আর তাতেই ক্ষেপে লাল ভক্তকুল! যৌন নিগ্রহ মামলায় আজ নির্ধারিত হবে গুরমিত রাম রহিম সিংয়ের ভাগ্য। বিক্ষোভ সামাল দিতে মোতায়েন ১৫ হাজার আধাসেনা। তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকে। প্রকাশ্য রাস্তায় শিষ্যদের গড়াগড়ি। কার্ফু, টাহলদারি। হরিয়ানার সিসারে টানটান চিত্রনাট্য। দুই মহিলা ভক্তকে যৌন নিগ্রহের মামলায় আজ রায় ঘোষণা করবে পাঁচকুলার CBI আদালত। সিসারেই রয়েছে ডেরা সাচ্চা প্রধানের মূল আশ্রম। রায় ঘোষণার আগের দিন থেকেই বাড়তে শুরু করে ভক্ত সমাগম। উত্তপ্ত হতে থাকে সিসার। অশান্তি এড়াতে রাতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। ভিডিও বার্তায় ক্ষুব্ধ শিষ্যদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন রাম রহিম।
রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, হাই অ্যালার্ট আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়
English Title:
Ram rahim rape trial: Haryana tells panchkula residents
News Source:
Home Title:
যৌন নিগ্রহ মামলায় আজ নির্ধারিত হবে গুরমিত রাম রহিম সিংয়ের ভাগ্য
Yes
Is Blog?:
No
Section: