ওয়েব ডেস্ক : রাজ্যসভার সাংসদ হিসেবে শুক্রবার শপথ নেবেন বিজেপির সর্বভারতীয় অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই প্রথম সংসদে যাচ্ছেন অমিত শাহ। স্মৃতি ইরানি যাচ্ছেন দ্বিতীয় বারের জন্য। তবে অমিত শাহ সংসদে গেলে, লোকসভা নির্বাচনের আগে বিজেপি নতুন উদ্যমে মাঠে নামবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কেন্দ্রের কর্মসংস্থান নীতির ফলে দেশের যুবকরা চাকরিপ্রার্থী থেকে ক্রমশ চাকরিদাতায় পরিণত হচ্ছেন। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তিনি বলেন, দেশে কর্মসংস্থানের ছবির বদল হচ্ছে। কেন্দ্র সরকারের স্ট্যান্ড আপ ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের হাত ধরেই আসছে সেই বদল। দেশের যুব সমাজকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি।