মুম্বই পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল রাকেশ মারিয়াকে

শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তের মাঝপথেই মুম্বই পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল রাকেশ মারিয়াকে। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিরেক্টর জেনারেল হোমগার্ড পদে নিয়ে আসা হয়েছে। রাকেশ মারিয়ার জায়গায় মুম্বই পুলিস কমিশনার পদে এলেনে আহমেদ জাভেদ।

Updated By: Sep 8, 2015, 01:24 PM IST
মুম্বই পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল রাকেশ মারিয়াকে

ওয়েব ডেস্ক: শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তের মাঝপথেই মুম্বই পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল রাকেশ মারিয়াকে। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিরেক্টর জেনারেল হোমগার্ড পদে নিয়ে আসা হয়েছে। রাকেশ মারিয়ার জায়গায় মুম্বই পুলিস কমিশনার পদে এলেনে আহমেদ জাভেদ।

শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্ত করছিলেন রাকেশ মারিয়া ও তার দল। আগামী ৩০ সেপ্টেম্বর পুলিস কমিশনার পদের মেয়াদ শেষে পদন্নোতি হওয়ার কথা ছিল মারিয়ার। কিন্তু তার আগেই এই মুহূর্তে দেশের সবথেকে আলোচিত হত্যা মামলার তদন্তের মাঝপথেই তাকে সরিয়ে দেওয়ার ঘটনা সত্যিই চাঞ্চল্যকর।

শিনা বোরা হত্যা মামলার তদন্তের চার্জশিট পেশের আগেই কেন সরিয়ে দেওয়া হল রাকেশকে? উঠছে প্রশ্ন।

 

.