পাকিস্তানের বিরুদ্ধে এক জোটে তোপ দাগলেন রাজনাথ সিং ও মনোহর পারিক্কর

পাম্পোরে  CRPF  বাসে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে এক জোটে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। রাজনাথ সিংয়ের অভিযোগ, অস্থিরতা সৃষ্টি করতে প্রতিবেশী দেশ এবং সন্ত্রাসবাদীরা এ ধরনের হামলা চালাচ্ছে। নিরাপত্তায় কোনও গাফতিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রকের তিন সদস্যের দল মঙ্গলবার পাম্পোরে যাচ্ছেন।

Updated By: Jun 26, 2016, 09:55 PM IST
পাকিস্তানের বিরুদ্ধে এক জোটে তোপ দাগলেন রাজনাথ সিং ও মনোহর পারিক্কর

ওয়েব ডেস্ক: পাম্পোরে  CRPF  বাসে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে এক জোটে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। রাজনাথ সিংয়ের অভিযোগ, অস্থিরতা সৃষ্টি করতে প্রতিবেশী দেশ এবং সন্ত্রাসবাদীরা এ ধরনের হামলা চালাচ্ছে। নিরাপত্তায় কোনও গাফতিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রকের তিন সদস্যের দল মঙ্গলবার পাম্পোরে যাচ্ছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করও। তিনি সাফ জানান ভারত এর জবাব দিতে প্রস্তুত।  পাম্পোরে  সিআরপিএফ বাসে হামলায় আট জওয়ানের মৃত্যু হয়। জখম হয়েছেন একুশ জন।

.