কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি

Updated By: Sep 1, 2017, 01:04 PM IST
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি

ওয়েব ডেস্ক: দেশের ১৩ তম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) পদে নিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি। শশীকান্ত শর্মার স্থালাভিষিক্ত হলেন তিনি। এছাড়া আরও তিন প্রবীণ আমলাকে ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদে নিয়োগ করা হয়েছে।

ভারতের সংবিধান অনুসারে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির খরচের হিসাব ও রসিদ পরীক্ষা করার ক্ষমতাপ্রাপ্ত। এছাড়াও যেসব সংস্থা সরকারের থেকে অর্থ সাহায্য পেয়ে থাকে এবং যেখানে কেন্দ্রীয় সরকারের কমপক্ষে ৫১ শতাংশ অংশীদারি রয়েছে, সেসব সংস্থার হিসাব পরীক্ষা করার দায়িত্বও রয়েছে ক্যাগের হাতে। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রধান ক্যাগের রিপোর্ট সরাসরি জমা পড়ে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে।

.