উত্তরাখণ্ডে ফের ব্যাপক বৃষ্টি, ব্যাহত উদ্ধারকার্য
উত্তরাখণ্ড বিপর্যয় আরও মারাত্মক হওয়ার আশঙ্কা তৈরি হল। শনিবার রাত থেকেই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী দেরাদুনে রবিবার সকালে মুষলধারে হয়। রুদ্রপ্রয়াগ ও কেদারনাথেও ভারী বর্ষণ হচ্ছে। ফলে নতুন করে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।
উত্তরাখণ্ড বিপর্যয় আরও মারাত্মক হওয়ার আশঙ্কা তৈরি হল। শনিবার রাত থেকেই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী দেরাদুনে রবিবার সকালে মুষলধারে হয়। রুদ্রপ্রয়াগ ও কেদারনাথেও ভারী বর্ষণ হচ্ছে। ফলে নতুন করে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।
দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছে না৷ আপাতত বন্ধ হেলিকপ্টারে করে উদ্ধারের কাজও৷ সোমবার আরও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কেদারনাথ থেকে ৩৯০ জন পর্যটককে উদ্ধার করে আনা হয়েছে।
সূত্রের খবর গুপ্তকাশী, গৌরীকুণ্ড সহ বিভিন্ন জায়গায় এখনও আটকে প্রায় ৪০ হাজার পর্যটক৷ তাঁদের মধ্যে বহু বাঙালি পর্যটকও রয়েছেন৷ আটকে পড়া পর্যটকদের যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যেই উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷