ট্রেনে নিরাপদ কামরা তৈরিতে স্বনির্ভর হল ভারতীয় রেল

Updated By: Oct 6, 2017, 09:27 PM IST
ট্রেনে নিরাপদ কামরা তৈরিতে স্বনির্ভর হল ভারতীয় রেল

ওয়েব ডেস্ক: ট্রেনের অত্যাধুনিক কামরা তৈরিতে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। সম্পূর্ণ কোচ ভারতেই তৈরি হবে। জার্মান প্রযুক্তির বিশেষ ধরণের কামরার কয়েকটি যন্ত্রাংশ বাইরে থেকে আমদানি করতে হত।

চেন্নাইয়ের কারখানায় এই কোচের প্রতিটি অংশ তৈরি করা হচ্ছে। বিদেশ থেকে কোনও যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে না। পশ্চিম রেলওয়েকে কোচগুলি সরবরাহ করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া কর্মূসচিতে ইতিমধ্যে দুটি কোচ তৈরি করা হয়েছে। তার মধ্যে নন-এসি কোচটির যন্ত্রাংশ এদেশেই তৈরি। এসি কোচটির নির্মাণে বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করেছে রেল।     

গত কয়েক বছর ধরে একের পর এক দুর্ঘটনার মুখে পড়েছে রেল। দুর্ঘটনা রুখতে গতবছরই মান্ধাতা আমলের আইসিএফ কোচ তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেন রেল কর্তারা। স্টেইনলেস স্টিলের এলএইচবি কোচ তৈরির কথা ঘোষণা করা হয়। দুঘর্টনার পর এই কোচগুলি একের অপরের উপরে উঠে যায় না। পাশাপাশি দুর্ঘটনার সময় ঝাঁকুনিও কম হয়। ফলে প্রাণহানির সম্ভাবনা কমে। 

আরও পড়ুন, যাত্রীদের নিরাপত্তায় স্টেশন থেকে হকারদের উচ্ছেদ করতে চলেছে রেল

.