লকডাউনে রেলের আয় কমেছে প্রায় ৫৮ শতাংশ, খরচ কমাতে জোনগুলিকে একগুচ্ছ নির্দেশিকা রেলমন্ত্রকের
বলা হয়েছে, রিজার্ভেশন কাউন্টারের সংখ্যা কমিয়ে কর্মীদের অন্য কাজে ব্যবহার করতে হবে। স্টেশন সাফাই, বেড রোল দেওয়ার মতো নানা ক্ষেত্রে কমাতে হবে আউটসোর্সিং।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরে এপ্রিল-মে মাসে যাত্রী চলাচলে রেলের আয় কমল প্রায় ৫৮ শতাংশ। খরচ কমাতে রেলওয়ে জোনগুলিকে একগুচ্ছ নির্দেশিকা পাঠাল রেলমন্ত্রক। বলা হয়েছে, সুরক্ষার সঙ্গে জড়িত বিষয় বাদে সব দফতরে নতুন পদ তৈরি আপাতত বন্ধ রাখতে হবে। দু-বছরের মধ্যে তৈরি কোনও পদে এখনও নিয়োগ না হলে ওই পদ তুলে দেওয়ার কথা ভাবতে হবে। পাশাপাশি যে সমস্ত ব্রাঞ্চ লাইনে আয় হয় না সেগুলিও বন্ধ করে দেওয়ার ভাবনা রয়েছে রেলমন্ত্রকের।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে মাঝ সমুদ্রে জাহাজ থেকে নিখোঁজ বাঙালি ইঞ্জিনিয়ার
বলা হয়েছে, রিজার্ভেশন কাউন্টারের সংখ্যা কমিয়ে কর্মীদের অন্য কাজে ব্যবহার করতে হবে। স্টেশন সাফাই, বেড রোল দেওয়ার মতো নানা ক্ষেত্রে কমাতে হবে আউটসোর্সিং। জ্বালানির খরচ কমাতে ৩১ বছরের বেশি পুরনো ডিজেল ইঞ্জিন বিক্রি করে দিতে হবে। দেওয়া হয়েছে গাড়ির ব্যবহার কমানোর নির্দেশ। বলা হয়েছে নতুন গাড়ি, আসবাব, কম্পিউটার, প্রিন্টার এখন আর কেনা যাবে না।