রাত পোহালেই রেল বাজেট, কঠিন চ্যালেঞ্জের মুখে সুরেশ প্রভু

সামনে পাঁচ রাজ্যের ভোট। তার আগে রেল বাজেট। কঠিন চ্যালেঞ্জ রেলমন্ত্রী সুরেশ প্রভুর সামনে। যাত্রী সুরক্ষা, পরিচ্ছন্নতায় জোর দিক রেল। দাবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। সুর চড়ছে, যাত্রী ভাড়া না বাড়ানোর দাবিতেও।  

Updated By: Feb 24, 2016, 08:59 PM IST
রাত পোহালেই রেল বাজেট, কঠিন চ্যালেঞ্জের মুখে সুরেশ প্রভু

ওয়েব ডেস্ক: সামনে পাঁচ রাজ্যের ভোট। তার আগে রেল বাজেট। কঠিন চ্যালেঞ্জ রেলমন্ত্রী সুরেশ প্রভুর সামনে। যাত্রী সুরক্ষা, পরিচ্ছন্নতায় জোর দিক রেল। দাবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। সুর চড়ছে, যাত্রী ভাড়া না বাড়ানোর দাবিতেও।  

এটিই দেশের লাইফলাইন। পাশাপাশি রাজ্যেরও। প্রতিদিন লক্ষ-কোটি মানুষের যাতায়াতের ভরসা। রেলবাজেট ঘিরে তাই প্রত্যাশার পারদ তুঙ্গে। 

তবে প্রত্যাশা যাই থাকুক না নতুন কোনো বড় প্রকল্পের ঘোষণার আশা এই বাজেটে করছেন না বিশেষজ্ঞরা। কারণ, ভারতীয় রেলের আর্থিক দুরাবস্থা। গতবার বাজেটে যত টাকা রোজগার করার কথা বলা হয়েছিল তার থেকে অনেক কম রোজগার করেছে রেল। অন্যদিকে অর্থমন্ত্রকও তাদের সাহায্য কমিয়েছে। তার ওপর রয়েছে সপ্তম পে কমিশনের ঘোষণা। উত্তর থেকে দক্ষিণ, দাবি অনেক। আশা কতটা পূরণ হয়, এখন তারই অপেক্ষায় রাজ্যবাসী।

.