মোদী সরকারের এই সিদ্ধান্তে বাড়াতে পারে রেলের ভাড়া, জেনে নিন

User Development Fees বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম হবে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 28, 2020, 08:06 PM IST
মোদী সরকারের এই সিদ্ধান্তে বাড়াতে পারে রেলের ভাড়া, জেনে নিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের নতুন এক সিদ্ধান্তে বাড়তে পারে রেলের ভাড়া।

টিকিটের ওপরে ইউজার ডেভলপমেন্ট ফি চাপানোর কথা ভাবছে রেল। সেই পরিকল্পনায় সায় দিয়ে দিতে পারে কেন্দ্র।

আরও পড়ুন-চিনা আগ্রাসন হলেই পাল্টা জবাব, LAC বরাবর 'নির্ভয়' ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত!

জি নিউজ সূত্রে খবর, পরের মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার মিটিংয়ে User Development Fees(UDF) বসানোর ব্য়াপারে সম্মতি দিতে পারে কেন্দ্র। সেই টাকা আদায় করা হবে যাত্রীদের কাছ থেকেই। এর ফলে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম ১০-৩৫ টাকা  পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, User Development Fees বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম হবে। সূত্রের খবর মোট ৫ রকম হবে এই ফি। এক্ষেত্রে এসির যাত্রীদের বেশি ও স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। প্রাইভেট স্টেশনের যাত্রীদের জন্যও ফি লাগু হবে।  

আরও পড়ুন-কে ড. হাজরা? হন্যে হয়ে পরিচয় খুঁজতে ব্যস্ত কেন্দ্র-রাজ্য বিজেপি নেতৃত্ব

কতটা বাড়তে পারে টিকিটের দাম

এসি-১ : ৩৫-৪০ টাকা।

এসি-২: ৩০ টাকা

এসি-৩: ২৫-৩০ টাকা।

স্লিপার ক্লাস: ১০ টাকা।

.