সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভারত-বাংলাদেশের ট্রেনের নতুন পরিষেবার উদ্বোধন রেলমন্ত্রী সুরেশ প্রভুর

Updated By: Apr 14, 2017, 01:39 PM IST
সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভারত-বাংলাদেশের ট্রেনের নতুন পরিষেবার উদ্বোধন রেলমন্ত্রী সুরেশ প্রভুর

ওয়েব ডেস্ক: গেদে বা দর্শনা স্টেশনে নয়, কলকাতা এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনেই হোক ইমিগ্রেশন, কাস্টম ক্লিয়ারিং। মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের দাবি মেনে জুলাই থেকেই চালু হয়ে যাচ্ছে এন্ড টু এন্ড চেকিং। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশের এই ট্রেন হয়ে উঠল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।  সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন হলেও ভাড়াও অত্যন্ত কম। এসি ফার্স্ট কেবিনে ১৩৩০ টাকা এবং এসি চেয়ার কারে ৮০০ টাকা ভাড়া।

আপনার নম্বর বন্ধ করে দিতে পারে জিও! জানুন কী করবেন

মুশলিমদের জন্য দারুণ পদক্ষেপ যোগী আদিত্যনাথের

.