রাহুল এখনও ‘আমূল বেবি’-ই রয়ে গিয়েছেন, কংগ্রেস সভাপতিকে তোপ অচ্যুতানন্দনের
রাহুলের নাম ঘোষণা হতেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেরলের সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন।
নিজস্ব প্রতিবেদন: ২০০৪ সালে প্রথমবার সংসদীয় রাজনীতির ময়দানে নেমেছিলেন তিনি। তার পর পেরিয়ে গিয়েছে ১৫ বছর। হয়েছে তিনটি লোকসভা নির্বাচন। প্রতিটিতেই উত্তর প্রদেশের আমেঠি থেকে জিতে লোকসভায় গিয়েছেন রাহুল গান্ধী।
এবারও তিনি সেখানে নেমেছেন নির্বাচনী লড়াইয়ে। কিন্তু এই প্রথমবার কংগ্রেসের সভাপতি লড়বেন আরও একটি আসনে। রবিবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে সেই দ্বিতীয় আসনটি হল কেরলের ওয়াইনাড়।
আর ওই আসনে রাহুলের নাম ঘোষণা হতেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেরলের সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন। তিনি সরাসরি রাহুল গান্ধীকে ‘আমূল বেবি’ বলে কটাক্ষ করলেন।
আরও পড়ুন: হিন্দুদের ভয়ে কেরলে গিয়ে দাঁড়াচ্ছেন রাহুল, তোপ মোদীর
সোমবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন কেরলের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, ‘‘এক সময় আমি রাহুলকে বিদ্রূপ করে ‘আমূল বেবি’ বলেছিলাম। কারণ, তখন ও না জেনেশুনে আবেগপ্রবণ হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিত। একেবারের বাচ্চাদের মতো। এখন মধ্যবয়সে পৌঁছেও রাহুল গান্ধীর মধ্যে কোনওরকম পরিবর্তন হয়নি।’’
ওয়াইনাড়ে বামেদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে কংগ্রেস যে ভুল সিদ্ধান্ত নিল, সেকথাও নিজের পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন নবতিপর এই সিপিএম নেতা। তিনি লিখেছেন, ‘‘অন্যদের পরামর্শে রাহুল শিশুদের মতো সিদ্ধান্ত নিচ্ছে। যে ডালে বসে আছেন, সেই ডালই কাটছেন। সেই কারণেই আমি ওকে ‘আমূল বেবি’ বলেছিলাম। আজও তা প্রাসঙ্গিক।’’
আরও পড়ুন: কেরলে রাহুলের বিরুদ্ধে শরিক দলের সভাপতিই বাজি বিজেপির
ওয়াইনাড়ে ২০০৯ সাল থেকে জিতছে কংগ্রেস। কিন্তু এবার কী হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, কেরল এখনও বামেদের শক্তঘাঁটি। ওয়াইনাড়ে প্রার্থী দিয়েছে সিপিআই।
তার উপর সেখানে রাহুল প্রার্থী হওয়ায় বিজেপিও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ইতিমধ্যে এনডিএ শরিক ভারত ধর্ম জন মোর্চার সভাপতি তুষার ভেলাপেল্লিকে প্রার্থী করেছে বিজেপি।
আরও পড়ুন: রাহুলের দক্ষিণে ‘পলায়ন’ কেন? প্রশ্ন তুললেন অমিত শাহ
তাই রাহুলের কেরল বিজয় সম্ভব হবে কি না, তার জন্য ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।