টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলেন রাহুল গান্ধী

টুইটারে নতুন অবতারে রাহুল গান্ধী। ২০১৯ সালে মোদীকে টেক্কা দেওয়ার কৌশল? 

Updated By: Mar 17, 2018, 02:52 PM IST
টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: দলের প্লেনারি অধিবেশনে বিজেপির বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছেন রাহুল গান্ধী। এর মাঝেই নিজের টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলেন কংগ্রেস সভাপতি- 'অফিস অব আরজি' থেকে হলেন 'রাহুল গান্ধী'। 

রাহুল সভাপতি হওয়ার পর এটাই প্রথম কংগ্রেসের প্লেনারি বৈঠক। ২০১৯ সালের আগে নিজেকে নতুন অবতারে মেলে ধরতে চাইছেন গান্ধী পরিবারের সন্তান। ইদানীং টুইটারে বেশ সড়গড় হয়েছেন রাহুল। গুজরাটে নির্বাচনের আগে থেকে চোখা চোখা বাক্যবাণে নিশানা করছেন নরেন্দ্র মোদীকে। '২২ সাল কা হিসাব, গুজরাট মাঙ্গে জবাব', নামে প্রচারও শুরু করেছিলেন। টুইটারে যথেষ্ট সাড়াও পেয়েছেন কংগ্রেস সভাপতি। তবে দিন কয়েক আগেই ফাঁস হয়েছে, টুইটারে রাহুলের অনুসরণকারীর বেশিরভাগই ভুয়ো। এর আগে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছিল, বিশেষ সফটওয়্যার 'বট'-এর সাহায্য নিয়েছেন রাহুল। সে জন্যই তাঁর টুইট রিটুইট হয়েছে।      

 

২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বিরোধীদের টেক্কা দিয়েছিল বিজেপি। টুইটার, ফেসবুকে চলেছিল জোরাল প্রচার। তখন অনেকখানিই পিছিয়ে ছিলেন রাহুল গান্ধী। এখন অবশ্য তিনি বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়া দেখার নিজস্ব দলও রয়েছে। এনিয়ে একবার রাহুল বলেছিলেন,'' আমার একটা ছোট দল আছে। তাদের প্রাথমিক পরিকল্পনার কথা বলি। পরামর্শও দি। সেই মতো শব্দ চয়ন করে টুইট করা হয়।'' 

হঠাত্ এই নাম পরিবর্তন কেন? অভিজ্ঞ মহলের মতে, নরেন্দ্র মোদীর নিজের নামেই রয়েছেন টুইটারে। অফিস অব আরজি নাম থাকলে মনে হয়, এটা রাহুল নিজে পরিচালনা করেন না। তাঁর হয়ে টুইট করেন সোশ্যাল দলের সদস্যরাই। জনমানসে এই ধারণা বদলাতেই নিজের নামে টুইটারে হাজির হলেন কংগ্রেস সভাপতি।টুইটারে এবার জমে উঠবে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর লড়াই।          

আরও পড়ুন- টিডিপি সঙ্গে 'ব্রেক আপে'র পর বিজেপির পাশে দাঁড়াল দাক্ষিণাত্যের দুই দল 

.